Sunday, June 25, 2017

ফেনীতে ঈদ জামাতের সময়সূচী


শহর প্রতিনিধি:
ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের জামাতের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ফেনী জেলার প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় জানান, ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় ফেনীর মিজান ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় এ জামাতের ইমামতি করবেন ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

 ইত্যেমধ্যে বিশাল প্রাঙ্গণজুড়ে নামাজের ব্যবস্থা ও সামিয়ানা টাঙ্গানোসহ সকল কাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া ফেনী বড় জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জহিরিয়া জামে মসজিদে সকাল ৮ টায়, ফেনী জিএ একাডেমী হাই স্কুল মাঠ, সার্কিট হাউজ জামে মসজিদ, রেল স্টেশন জামে মসজিদ, পাঠানবাড়ি জামে মসজিদ, পুলিশ লাইন মাঠে সকাল ৮ টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন