Sunday, June 18, 2017

নোয়াখালীতে একুশে এক্সপ্রেস ও কন্ট্রিনার এর সংঘর্ষনোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর মাইজদিতে দূর পাল্লার বাস একুশে এক্সপ্রেস ও একটি মালবাহী কন্ট্রিনার এর সংঘর্ষ ঘটে রবিবার দুপুর ২টায়। স্থানীয় লোক জনের সাথে কথা বলে জানা যায়, একুশে এক্সপ্রেস প্রচন্ড গতিতে চলায় গতি নিয়ন্ত্রন করতে না পেরে কন্ট্রিনার এর পিছনে ধাক্কা দেয়।

ফলে কন্ট্রিনার নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং পাশে একটি আবাসিক বিল্ডিং এর সাথে সংঘর্ষ ঘটে। এতে কন্ট্রিনার এবং একুশে এক্সপ্রেস দুটো গাডির ই সামনের অংশের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় তবে এতে যাত্রী এবং জনসাধারন কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানা যায়।

শেয়ার করুন