Thursday, June 22, 2017

দাগনভূঞায় ”হাসি হাসাই” সংগঠনের গরীব ও এতিমদের মাঝে সেমাই এবং ঈদ বস্ত্র বিতরন


দাগনভূঞা প্রতিনিধি:
”গরীবের মুখে ফুটবে হাসি, ভাগ করে নিই ঈদের খুশি” এ শ্লোগানকে ধারন করে আজ বৃহস্পতিবার ফেনীর দাগনভূঞায় ”হাসি হাসাই” সংগঠন কর্তৃক গরীব ও এতিমদের মাঝে সেমাই ও ঈদ বস্ত্র বিতরন করা হয়। দুপুর ১২ টায় দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসায়। এতিমদের মাঝে সেমাই ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন আবুধাবি প্রবাসী মোঃ জাবেদ উদ্দিন ও সংঘঠনের নেতৃবৃন্দ। উক্ত সংঘঠনের নেতৃবৃন্দ জানায়, আমরা ”হাসি হাসাই” সংঘঠনের মাধ্যমে ঈদের আনন্দ গরীব ও এতিমদের মাঝে ভাগাভাগি করার জন্য কয়েকজন বন্ধু মিলে প্রবাসী ভাইদের থেকে আর্থিক সাহায্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করি। অনুষ্ঠান শেষে সকল শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ কার্যক্রমকে আরো ভালভাবে এগিয়ে নেয়ার আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন