Thursday, June 22, 2017

ছাগলনাইয়া আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাখাওয়াত, এমডি মহিউদ্দিন নির্বাচিত


সাইফুল ইসলাম সোহেল:
ছাগলনাইয়া আইডিয়াল ফাউন্ডেশনের  চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাটোয়ারী এবং এমডি মহিউদ্দিন ভূঁঞা আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। সোমবার একটি স্থানীয় রেস্টুরেন্টে ছাগলনাইয়া আইডিয়াল ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিচালকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাহী পরিষদ গঠিত হয়।  বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান।  

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালক ও মডেল মাদরাসা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁঞা ও মাদরাসার সুপার মাওঃ ইয়াছিন মির্জা। কার্যনির্বাহী সদস্যরা হলেন,সাখাওয়াত হোসাইন চৌধুরী,মিজানুর রহমান ভুঞা, কে.এম. আজাদ হোসাইন, মির্জা আব্দুল হান্নান, জুলফিকার আলী,নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন