Wednesday, July 12, 2017

অতিরিক্ত ৪% অর্থ কর্তনের প্রতিবাদে সোনাগাজীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি:
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০% অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং সোনাগাজীতে বিধিবহির্ভূতভাবে শিক্ষক-কর্মচারীদের অনুদানের ওপর আয়কর কর্তন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোনাগাজী উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের উদ্যোগে বুধবার (১২ জুলাই) সোনাগাজীর জিরো পয়েন্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও আল হেলাল একাডেমীর সিনিয়র শিক্ষক সেলিম আল দ্বীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আলম, শিক্ষক নেতা হোসেন মোঃ আলমগীর, কবির আহমদ,আবদুল মান্নান,মাহবুবুল হক , মোঃ আবদুল হক, মোঃ মমিনুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত ৪% কর্তন ও ফেনীতে বিধিবহির্ভূত আয়কর কর্তনের প্রতিবাদ জানান। এছাড়া সরকারের প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ, বাড়িভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ও বৈশাখী ভাতা চালুর দাবি জানান।

শেয়ার করুন