Friday, July 7, 2017

ফেনীর সোনাগাজীতে বিলীন হয়ে পড়ছে স্লুইসগেট , পানি সমস্যা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভবনা


মো. ইউনুছ ভূঞাঁ সুজনঃ
ফেনী জেলার দক্ষিণে অবস্থিত সোনাগাজী উপজেলা একটি উপকূলীয় অঞ্চল। সাগরস্নাত এ অঞ্চলের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ পার্শ্ব ঘিরে রয়েছে বিভিন্ন সাগরের শাখা উপশাখা। ঐতিহাসিক ছোট ফেনী নদীও বয়ে গেছে এ অঞ্চলের মধ্যদিয়ে।

জানা যায়- সোনাগাজী উপজেলা নদী বেষ্টিত হওয়ায় এ উপজেলায় ছোট বড় মিলে মোট ১২টি স্লুইসগেট রয়েছে। যার প্রতিটি স্লুইসগেট এখন অকেজো বা নদীর পানিতে তলিয়ে গেছে।

যার মধ্যে চর দরবেশ ইউনিয়নের কাজীর হাটে অবস্থিত দীর্ঘতম স্লুইসগেটটি ২০০২সালে অকেজো হয়ে পড়ে। ২০০৪ সালে প্রবল স্রোতে নদীর পানিতে তলিয়ে যায়। এছাড়া চর ইনজিমানে অবস্থিত স্লুইসগেটটি ২০১৫ সালে ভেঙ্গে পড়ে, মদিনা বাজার ৭নং স্লুইসগেটটি মৃত প্রায়, ১০নং স্লুইসগেটটি ২০বছর পর্যন্ত অকেজো হয়ে রয়েছে। চর দরবেশ-চর চান্দিয়া সীমান্তবর্তী ৯নং স্লুইসগেট টি সাম্প্রতিক সময়ে নদীর পানিতে তলিয়ে যায় আর বাকি স্লুইসগেট গুলোর অবস্থা ও শোচনীয় পর্যায়ে রয়েছে।

অভিযোগ রয়েছে- সোনাগাজীতে অবস্থিত স্লুইসগেট গুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকলেও এসব স্লুইসগেট গুলোর কোনটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহন করেনি বোর্ড। ফলে উপজেলার প্রতিটি স্লুইসগেট অচিরেই বিলীন হয়ে সোনাগাজী উপজেলা পানি সমস্যা নিয়ে সারা বছর কষ্টে জীবনযাপন করতে হবে।

বিশ্লেষকরা জানিয়েছেন- এভাবে স্লুইসগেট গুলো বিলীন হয়ে গেলে বা সংস্কার করা না হলে বর্ষার পানিতে সাগরের পানিতে তলিয়ে যাবে আর শুষ্ক মৌসুমে পানিহীন হয়ে পড়বে এ অঞ্চলের জনগণ।

শেয়ার করুন