Thursday, July 6, 2017

ছাগলনাইয়ায় পাকিস্তান প্রবাসীর স্ত্রী নিখোঁজ


সাইফুল ইসলাম সোহেল:
ফেনীর ছাগলনাইয়ায় নাছিমা আক্তার (৪০) নামে পাকিস্তান প্রবাসীর স্ত্রী ৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৪জুলাই) সকাল ১১টায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্য স্বজনকে দেখার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

নাছিমা ছাগলাইয়া পৌরসভার ২নং ওয়ার্ডের (দক্ষিণ সতর) তুলাতলী মিজি পাড়া সরবক্স বাড়ির পাকিস্তান প্রবাসী মোহাম্মদ উল্যার স্ত্রী। এ ব্যাপারে নাছিমার বড় ছেলে মোঃ আবদুল্লাহ আল আরাফাত বাদী হয়ে ৫জুলাই ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরী (যাহার নং-২০৩/১৭) করছেন। কোন স্বহৃদয় ব্যক্তি নাছিমার সন্ধান পেলে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে তার স্বজনরা। যোগাযোগ-০১৬৩৫৮৭২৩৯৩ (বড় ছেলে)।

শেয়ার করুন