Wednesday, July 5, 2017

পানিতে বন্দি ফেনী শহরের হাজারো মানুষ


শহর প্রতিনিধি:
বুধবার ভোর থেকে প্রচুর পরিমানে বৃষ্টি হওয়ায় ফেনী শহরের এসএসকে রোড ও একাডেমী রোড পানিতে ডুবে গেছে। রাস্তার মধ্যে হাটুর উপরে পানি, যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছে শহরের ও বাহিরে থেকে আসা লোকজন। বিশেষ করে শিশুরা পানিতে ভিজে স্কুলে যাচ্ছে। সিএনজি ও রিক্সাগুলো এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে। কয়েকজন পথচারির সাথে কথা বলতে গেলে তারা ক্ষোভে ফুলে উঠেন। তবে স্থানীয়রা আশা করেন দুপুরের মধ্যে পানি নেমে যাবে।

শেয়ার করুন