Friday, July 7, 2017

লক্ষ্মীপুরে তরুণীর মরদেহ উদ্ধার, মা বাবাসহ আটক ৩

 

লক্ষ্মীপুরে সায়মা তাসলিমা জেমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের নাক ও মুখে রক্তের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহতের পালিত বাবা ফখরুদ্দিন হেলাল ও মাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জেমী একই এলাকার নুরনবীর মেয়ে। জেমীকে এক বছর বয়সে পালক নেয় একই এলাকার ফখরুদ্দিন।

এদিকে দীর্ঘদিন ধরে জেমী শারিরীকভাবে অসুস্থ ছিল। সকালে বাসায় সে মারা যায় বলে দাবি করছে নিহতের পালক বাবা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত নয়। নিহতের নাক ও মুখে রক্তের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন