Saturday, August 5, 2017

দক্ষিণ আফ্রিকায় ছাগলনাইয়ার সাইফুলকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা


বিশেষ প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা ছাগলনাইয়ার সাইফুল ইসলাম সাইফ নামে যুবককে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (৪আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এ ঘটনা ঘটে। সাইফুল ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের নুর উল্যাহ সওদাগর ভূঞা বাড়ির বদিউজ্জামানের পুত্র। কেপটাউনে সে ব্যবসা করত।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওইদিন দোকানের মাল কেনার জন্য গাড়ি নিয়ে যাচ্ছিল সে। গাড়িতে ড্রাইভার ছাড়াও তার একজন সহযোগি ছিল। সন্ত্রাসীরা তাদের গাড়ি গতিরোধ করে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাইফুল বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে। দুটো গুলি তার মাথায় লাগে। এ সময় গাড়িতে থাকা আরো একজন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিন ভাইয়ের মধ্যে সাইফুল সবার ছোট। তার বড় দুভাই ও আফ্রিকায় থাকে। ২০১৩সালে সে আফ্রিকায় যায়।


শেয়ার করুন