Thursday, November 29, 2018

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও ১২শ ফুট পাইপ ধ্বংসফেনীতে অবৈধ বালু উত্তোলনের সময় ১টি ড্রেজার মেশিন ও প্রায় ১২শ ফুট পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ২৮ নভেম্বর (বুধবার) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কে.এম.হাট সংলগ্ন পূর্ব সুলতানপুর গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত মুহুরি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এইসব ধ্বংস করা হয়।অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী। মোবাইল কোর্ট অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিল।অভিযান পরিচালনাকালীন সময়ে বালু উত্তোলনের সাথে জড়িত সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় যায়নি হয়নি। অভিযানকালীন সময়ে স্থানীয় লোকজন উপস্থিত ছিল এবং তারা এই ধরনের অভিযানকে স্বাগত জানান। এই সব অপরাধ নির্মুলে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার(ভূমি) জানান।


শেয়ার করুন