Sunday, January 27, 2019

দাগনভূঞায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

২৭ জানুয়ারী সকালে ফেনীর দাগনভূঞায় দক্ষিণ করিমপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার  দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন হায়দার। সহকারী মৌলভী জামাল উদ্দিন এবং সহকারী শিক্ষক সাংবাদিক মো. সাইফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী-সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মানছুর, সহকারী মৌলভী একরামুল হক, আবদুল ওয়াদুদ, সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন, সাংবাদিক মো. সাইফ উদ্দিন, জসীম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন বিদায়ী পরীক্ষার্থী মো. সোহেল, জহিরুল ইসলাম, শাহেদা আক্তার, ফারহানা অাক্তার, প্রাক্তন শিক্ষার্থী শামসুল হুদা ফয়সাল, এইচ এম সৈকত প্রমুখ।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

শেয়ার করুন