Wednesday, April 24, 2019

ফেনীতে ভ্রাম্যমান আদালত ১৫শত মিটার অবৈধ “ফিক্সড নেট”পুড়িয়েছেফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের  কালিদাস পাহালিয়া নদীতে অবৈধ “ফিক্সড ইঞ্জিন” পদ্ধতিতে মাছ শিকারের দায়ে ১৫০০ মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত  । আজ ২৪ এপ্রিল সকালে  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী।
কালিদাস পাহালিয়া নদীটি দেশীয় মাছের অন্যতম উৎস।  নদীটিতে ছু সংখ্যক দুস্কিৃতিকারী অবৈধ ভাবে ফিক্সড নেট বসিয়ে মাছের অবাধ বিচরণ  জননক্ষেত্র বাধাগ্রস্ত করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ ভাবে মাছ শিকারের প্রায় ১৫০০ মিটার নেট জব্ধ করে পুড়িয়ে স করা হয় । অভিযানের খবর শুনেই দুস্কিৃতিকারীরা পালিয়ে যায়। অভিযানের শেষ পর্যায়ে জেলা মৎস্য কর্মকর্তা মহোদয় উপস্থিত হয়ে জনগণকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিষয়ে উদ্বুদ্ধ করেন।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগীতা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা জনাব মোস্তফা জামান, বেঞ্চ সহকারী প্রদীপ চন্দ্র দাস এবং
আনসার ব্যাটালিয়ন সদস্যরা । অভিযানকালীন সময়ে উপস্থিত জনগণ এ ধরনের অভিযানকে স্বাগত জানান।  অপরাধ নির্মুলে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী  মিশনার(ভূমি) জানান।

শেয়ার করুন