Monday, September 23, 2019

ফেনীতে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে আদায়কৃত ঘুষের টাকা ফেরতঃ লাইনম্যান বরখাস্ত

ফুলগাজীতে পল্লী বিদ্যুৎ সমিতি  সংযোগ দেয়ার নামে দুই গ্রাহক থেকে আদায়কৃত ঘুষের ২০ হাজার টাকা টাকা ফেরত দিয়েছেন লাইনম্যান মীর খাদেমুল ইসলাম। এ ঘটনায় লাইনম্যানকে সাময়িক বহিস্কার করা হয়। ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে ফেনী সদর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে উক্ত ঘুষের টাকা গ্রাহক ফিরোজ আহম্মদ ও শাহজাহানকে ফেরত দেন।

গ্রাহক ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, ফুলগাজীর গাবতলা গ্রামের কাজীর বাড়ির জমির উদ্দিনের ছেলে ও একই গ্রামের হাজী বাড়ির শাহ জাহান মিয়ার ছেলে সবুজ মিয়া বিদ্যুৎ সংযোগের জন্য পাশের নীলক্ষী গ্রামের ফোরকান নামে এক ইলেকট্রিশিয়ানের কাছে যান। ফোরকান ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মীর খাদেমুল ইসলামের সহায়তায় লাইন ও মিটার বাবদ বিলবিহীন অবৈধ সংযোগ প্রদান করে।এ সময় লাইনম্যান ফোরকান দালালের মধ্যমে দুই গ্রাহক থেকে ২০ হাজার টাকা আদায় করে। কিন্তু গত ছ মাস ধরে গ্রাহকদের মিটারে বিদ্যুৎ বিল না আসায় বিষয়টি তারা ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অবহিত করে। বিষয়টি জানাজানি হলে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি দুই সদস্য বিশিষ্ট্ তদন্ত কমিটি গঠন করে লাইনম্যান খাদেমকে সাময়িক বহিস্কার করা হয়।  ২৩ সেপ্টেম্বর সকালে গ্রাহকের টাকা উদ্ধার করে  ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জিএম মোঃ আখতার হোসেন, ডিজিএম জলিল মিয়া(কারিগর) ডিজিএম ( ফুলগাজী) সেকান্তর আলী ও এজিএম মোঃ হান্নান মিয়ার উপস্থিতিতে দুই গ্রাহককে ২০ হাজার টাকা ফেরত দেয়া হয়।

শেয়ার করুন