Friday, September 27, 2019

ফেনীতে ১১ জন রোমিও আটকের পর মুচলেকা দিয়ে মুক্তি


শহর প্রতিনিধি-ঃ ফেনীতে বিভিন্ন স্থানে ইভটিজিংসহ নানা অপরাধে ১১ জন কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার আটককৃতরা পুলিশের কাছে দোষ স্বীকার করলে অভিভাবকের উপস্থিতিতে মুচকেলা দিয়ে মুক্তি পায়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া তার ফেইসবুক স্ট্যটাসে জানান, ‘ওরা ১১ জন। উঠতি বয়সী রোমিও। বাহারী চুলের কাট। মেয়েদের স্কুল-কলেজের সামনে ঘোরাঘুরি। বিভিন্ন ভংগিমায় ভালবাসা নিবেদন করা।


অনেকের বয়স ১৬ পেরোয়নি। কেউ কেউ সবেমাত্র স্কুলের চৌকাঠ মাড়িয়ে কলেজের বারান্দায় পা রেখেছে। ২ জন আছে দোকানে ও গ্যারেজে কাজ করে। তাতে কি ? শখ আছেনা ? মেয়েদের সামনে ব্যাটাগিরি দেখানোর। কিন্ত বিপত্তি ঘটালো বেরসিক “ডিবি পুলিশ”। অভিযোগ পেয়েই ঘটনাস্থল থেকে ১১ হিরো-কে আটক।’
পরবর্তীতে অভিভাবকদের কাকুতি মিনতি, রোমিও দের কান্না কাটি এবং জীবনে আর ঐ পথে পা না বাড়ানোর অঙ্গীকারে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মুচলেকায় মুক্তি। তবে অভিভাবকদের সনির্বদ্ধ অনুরোধে নাম পরিচয় প্রকাশ করা হয়নি দেয়া হলোনা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আরো জানান, ইভটিজিং প্রতিরোধে গোয়েন্দা পুৃলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন