Friday, November 15, 2019

দাগনভূঞা ইউএনও এর বিদায় ও বরণ অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:

ফেনীর- দাগনভূঞা উপজেলা পরিষদের ইউএনও সাইফুল ইসলাম ভূঁইয়ার বিদায় এবং নতুন যোগদানকৃত ইউএনও রবিউল হাসানের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ এবং অফিসার্স ক্লাব আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন বি,কম এবং সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মামুন। সমাজসেবা কর্মকর্তা আবদুর রহমান এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন পৌর মেয়র ওমর ফারুক খান, বিদায় ইউএনও সাইফুল ইসলাম ভূঁইয়া, নতুন ইউএনও রবিউল হাসান, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শরীয়তুল্লাহ বাঙালি, কৃষি কর্মকর্তা হুজ্জতুন ইসলাম।

শেয়ার করুন