Tuesday, November 19, 2019

দাগনভূঞা আই কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা আই কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মো. নিয়াতুজ্জমান।

হাসপাতালের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস-চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইত বিন করিম।

শেখ আশিকুন্নবী সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে হাসপাতাল ও বিনামূল্য চিকিৎসা সেবা উদ্বোধন করেন। শুভ উদ্বোধন উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে শতাধিক রোগীকে সারাদিন বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে।

শেয়ার করুন