Sunday, November 24, 2019

দাগনভূঞায় বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০১৯ পালিত


এন্টিবায়োটিকের সফলতার, আপনি-আমি অংশীদার’ এই প্রতিপাদ্য নিয়ে দাগনভূঞাতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কনটেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা’র আয়োজনে রবিবার সকালে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্টিত হয়।


উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এর সভাপতিত্বে ও ডাঃ বেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মঈনুল ইসলাম, মৎস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমাম উদ্দিন, এম.ও.ডি.সি ডা. সাইফুল ইসলাম, শিশু বিভাগের কনসাল্টেন্ট ডাঃ নূরুল আফসার মামুন, মেডিসিন কনসাল্টেন্ট ডাঃ ফখরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন