Tuesday, December 10, 2019

দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর করুন মৃত্যু

দাগনভূঞা প্রতিনিধি:ফেনীর-দাগনভূঞায় পুকুরে ডুবে মো. মিহেল (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। পৌর শহরের আজিজ ফাজিলপুর গ্রামের বশির উল্যা মাস্টার বাড়ীতে আজ ( ১০ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, ওইদিন দুপুরে আজিজ ফাজিলপুর গ্রামের সৌদি প্রবাসী মো. ইমাম হোসেন সোহাগের ছেলে মো. নিহেল পরিবারের অজান্তে পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে পুকুরে লাশ বাসতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। নিহতের স্বজনেরা তাঁকে বাড়ীতে নিয়ে গেলে নড়াছড়া করে, উপস্থিত এসময় লোকজন তাকে ফেনী সদর হসপিটালে নিয়ে যায় এসময় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার নিহতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন