Sunday, December 8, 2019

হযরত শাহ জালাল রঃ এর মাজার জিয়ারতে দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির

সপরিবারে বাবা শাহ জালাল জিয়ারতে গেলেন,
দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
================================
শাহ জালালের দরগাহ, সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত ১৩০৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক বাবা শাহ জালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগাহ সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাহকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে।

শাহ জালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূণ্য তীর্থ হিসেবে পরিচিত।
 ঐতিহাসিক অচ্যুৎচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগাহ থেকে প্রেরিত শাহ জালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে।

বাবা শাহজালাল রাঃ ও ওনার ৩৬০ জন সহচর সহ অসংখ্য আউলিয়া কেরাম মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়।

তাই বাংলাদেশে সকল ধর্মপ্রাণ মানুষ মাজার শরিফ জিয়ারত করে।

শেয়ার করুন